বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
সাখাওয়াত হোসেন (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি ।
জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গাজী আমানুজ্জামান কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে ।
গত মঙ্গলবার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় ।
জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি গাজী আমানুজ্জামান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ।
তথ্য মতে, আনিসুর রহমান নামে জনৈক ব্যক্তি বাদি হয়ে ১৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় তিনশ জনকে আসামি করে মামলা করেছেন ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই মামলায় সাত জন কে গ্রেপ্তার করা হয়েছে ।