বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
সাখাওয়াত হোসেন (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি । ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জামায়াত-শিবিরের নেতা কর্মীদের নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সারা দেশের ন্যায় সোমবার (২৮ অক্টোবর) বিকালে বকশীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড মোড় এলাকায় ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। উপজেলা জামায়াতে ইসলামীর সমন্বয়ক প্রধান শফিকুল্লাহ বিএসসি সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যাপক ছামিউল হক। প্রতিবাদ সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুল আজিজ, উপজেলা জামায়াতের টিম সদস্য আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারী রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান আলী, উপজেলা ছাত্র শিবিবের সভাপতি রবিউল ইসলাম রিশাদ, সেক্রেটারী রেজুয়ান হাসান প্রমুখ। প্রতিবাদ সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকান্ডের ঘটনায় জড়িত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তাদের বিচারের মুখোমুখি করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। প্রতিবাদ সভা শেষে ২৮ অক্টোবর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতা কর্মীরা।