বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় যুগল পাঠক (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) শেখহাটি ইউনিয়নের হাড়িয়াড়া গ্রামের মহাশ্মশান মন্দিরের পুকুর থেকে উদ্ধার করে মরদেহটি। নিহত যুগল পাঠক সদরের হাতিয়াড়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত পুলিল পাঠকের ছেলে। বৃদ্ধের চার ছেলে-মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে ১৫ বছর আগে ভারতে যাওয়ার পর আর ফিরেননি। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিন খুব ভোরে হাঁটতে বের হন বৃদ্ধ যুগল পাঠক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিক পূজার প্রসাদ আনার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ। সকালে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজন ও স্থানীয়রা। পরে মন্দিরের পাশের রাস্তায় তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পাশের পুকুরে খোঁজ করে গলাকাটা মরদেহ দেখতে পান। দুপুরের দিক পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠান। নিহতের ছেলে পল্লব পাঠক বলেন, আমরা কৃষি কাজ করি। তেমন জমিজমাও নেই। এলাকার কারো সাথেই শত্রুতা নেই আমাদের। পূজার প্রসাদ আনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। মন্দিরে খোঁজ নিয়েছিলাম, তারা বলেছে আমার বাবা প্রসাদ নিয়ে বাড়ির দিক চলে গেছে। কিন্তু এভাবে বাবাকে কে বা কারা কি কারণে গলাকেটে মারল কিছুই বুঝতেছি না। এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।