বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে মাছ চাষির ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫ বিঘা জমির উপর এই মাছের ঘেরে বিষ প্রয়োগে। রুই, কাতলা,চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে সাদা হয়ে ভেঁসে উঠেছে। ধার-দিনা ও লোন নিয়ে ছাড়া এই মাছ নিধনে অনেকটা হতাশ হয়ে পড়েছে মাছ চাষি নুর হোসেন মোল্যা। ভুক্তভোগী বলেন, এই বিলে আমার তিনটি ঘের রয়েছে। বিভিন্ন জায়গায় ধার দেনা হয়ে অন্যের নিকট হতে জমি লিজ নিয়ে ঘেরে মাছ চাষ করছি। আজ সকালে আমার ঘেরে এসে দেখি মাছ মরে সাদা হয়ে আছে। কে বা কাহারা এই ঘেরে বিষ প্রয়োগ করেছে। পাঁচ বিঘা জমির উপর এই মাছের ঘেরে বিষ প্রয়োগে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। এ বিষয়ে এলাকার কয়েকজন ঘের ব্যবসায়ী জানান, গোবরা এলাকায় এই ঘটনা পুর্বে অনেক বার ঘটেছে। অপরাধীরা ধরাছোয়ার বাইরে থাকায় একের পর এক এহেন ঘটনা ঘটে চলেছে। যার ফলে গোবরা এলাকায় মাছ চাষিরা মাছ চাষ করতে বাধাগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, দীর্ঘদিন একটি কুচক্রীমহল কারনে অকারনে মাছের ওই অঞ্চলে মাছের ঘেরে বিষ প্রয়োগ করছে। যার ফলে ওই এলাকায় কেউ এখন মাছ চাষ করতে আগ্রহী হচ্ছে না। যে লোকগুলো এই মাছ নিধনে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বলেন, নুর হোসেনের মাছের ঘেরে বিষ প্রয়োগে বিষয়টি শুনেছি। ক্ষতি গ্রস্থ পরিবারকে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করার কথা বলা হয়েছে।