ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে আ’লীগের আধিপত্য বিস্তারে দু' গ্রুপের সংঘর্ষ, নিতহ -১

সিনিয়র ষ্টাফ রির্পোটার, ঝিনাইদহ । ঝিনাইদহের শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে রানা হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে রানার দুইপা কুপিয়ে বিচ্ছিন্ন করা হলে ঢাকায় নেওয়ার পথে বিকাল ৫টার দিকে মৃত্যুবরণ করেন।
  • আপলোড তারিখঃ 27-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41642 জন
ঝিনাইদহে আ’লীগের আধিপত্য বিস্তারে দু' গ্রুপের সংঘর্ষ, নিতহ -১ ছবির ক্যাপশন: ঝিনাইদহে আ’লীগের আধিপত্য বিস্তারে দু' গ্রুপের সংঘর্ষ, নিতহ -১
ad728

নিহত রানা শৈলকুপার কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রানার মৃত্যুর খবর নিশ্চিত করেন শৈলকুপা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক লিটন হোসেন।

তিনি জানান, ফরিদপুরের মাঝকান্দি মোড়ে পৌছালে রানা মৃত্যুরকোলে ঢলে পড়েন। লাশ এখন ফরিদপুর মর্গে আছে বলে তিনি জানান। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে, সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র ইউনিয়নে ছাত্রলীগের সাবেক নেতা মুস্তাক শিকদারের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে সোমবার (২২১ জুলাই) মধ্যরাতে শৈলকুপার বন্দেখালী গ্রামে উপজেলা সভাপতি মতিয়ার রহমানকে নৃশংস ভাবে পিটিয়ে চার হাতপা ভেঙ্গে দেওয়া হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গল ও বুধবার বন্দেখালী, কুশোবাড়িয়া ও নন্দিরগাতি গ্রামে মতিয়ার সমর্থকরা বেপরোয়া ভাবে ভাংচুর-লুটপাট চালায়। এ সময় কাশিনাথপুর গ্রামের রানা, সাইফুল ইসলাম, আকাই খান, বন্দেখালী গ্রামের গোলাম মোস্তফা, আলমগীর হোসেন ও আতিয়ার রহমানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এরমধ্যে রানা হোসেনের দুই পা বিচ্ছন্ন হয়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে ফরিদপুর মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জানান, হামলায় একজনের মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত পরে জানানো যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।