ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পার্লার থেকে এক নারী আটক, বিপুল পরিমান মাদক উদ্ধার

বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ বিউটি পার্লার থেকে মাদক সহ এক নারীকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ। রোববার ২৮ জুলাই রাত ৮ টার দিকে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ নং বাসার নিচ তলায় অবস্থিত ওমেন্স ডল বিউটি পার্লার থেকে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ মাদক সুন্দরী তাসমিন জান্নাতকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
  • আপলোড তারিখঃ 30-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 72440 জন
কুষ্টিয়ায় পার্লার থেকে এক নারী আটক, বিপুল পরিমান মাদক উদ্ধার ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পার্লার থেকে এক নারী আটক, বিপুল পরিমান মাদক উদ্ধার
ad728

এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ বিউটি পার্লার থেকে মাদক সহ এক নারীকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ। রোববার ২৮ জুলাই রাত ৮ টার দিকে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ নং বাসার নিচ তলায় অবস্থিত ওমেন্স ডল বিউটি পার্লার থেকে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ মাদক সুন্দরী তাসমিন জান্নাতকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত তাসমিন জান্নাত বটতৈল দক্ষিণপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার মেয়ে। দীর্ঘদিন ধরে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ বিসিস্ট্রিট খলিলুর রহমানের বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন এবং ওমেন্স ডল বিউটি পার্লার পরিচালনা করেন আসছিলেন । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ২৮ জুলাই রোববার রাত ৮ টার দিকে বাবর আলী গেইট এলাকার ওমেন্স ডল বিউটি পার্লারে মাদক বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এরপরই এইআই আলহাজ আলী তার সঙ্গীয় ফোর্স এএসআই রোকনুজ্জামান, বিকাশ মন্ডলসহ ডিবি পুলিশের ফোর্স সেখানে পৌছায়। পরে ওমেন্স ডল বিউটি পার্লার থেকে তার দেখানো মতে ভেতরের ফেসিয়াল চেয়ারের উপর হইতে একটি কফি কালারের হেন্ডস পার্সের মধ্যে রক্ষিত অবস্থায় বিপুল পরিমান ইয়াবা ও হিরোইন উদ্ধার করে পুলিশ। পুলিশ আরো জানায়, তাসমিন জান্নাত দীর্ঘদিন ধরে পার্লার ব্যবসার ছত্রছায়ায় দেহ ব্যাবসা,মাদকসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তাসমিন জান্নাতকে আটক করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ