ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে দুই মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও সাইফুল আলম এ দন্ডাদেশ দেন।
  • আপলোড তারিখঃ 30-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 39593 জন
নড়াইলে দুই মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন: নড়াইলে দুই মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-যশোর কোতোয়ালি থানার মোল্যাপাড়া গ্রামের সলেমান শেখের ছেলে মফিজুর রহমান ও খুলনা শহরের খানজাহান আলী থানার পোড়িয়াডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে হযরত শেখ। দন্ডপ্রাপ্ত হযরত শেখ পলাতক থাকায় তার অনুপস্থিতেই আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত মফিজুর রহমান ২০১৩ সালে নড়াইল-যশার মহাসড়ক নড়াইল সদর উপজেলার সিতারামপুর এলাকায় ২৩ বোতল ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়। ২০১২ সালে সদর উপজেলার চাঁচড়া এলাকায় বাসে তল্লাশির সময় হযরত শেখ ২২ বোতল ফন্সিডিলসহ আব্দুুল বাবু নামে তার এক সহযোগিসহ ডিবি পুলিশ তাদের আটক করে। উভয় ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিচারকাজ চলাকালে এক পর্যায়ে জামিনে মুক্ত হয়ে আসামি হযরত শেখ পালিয় যায় এবং তার সহযোগী আব্দুল বাবু মারা যায়। আদালত পরে বাবুকে মামলা থেকে অব্যাহতি দেন। দুটি মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অন্য মামলায় আসামি হযরত শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।