ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

নড়াইলে পুলিশ সদস্য কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করনে তারা।
  • আপলোড তারিখঃ 08-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 163309 জন
নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
ad728

নড়াইল জেলা প্রতিনিধি।


নড়াইলে পুলিশ সদস্য কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার  (৮ আগস্ট) সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করনে তারা।

পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করে তারা ব‌লেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠনের দাবি ছিল দীর্ঘদিনের। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চান।


তারা ব‌লেন,  সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হত্যার শিকার হয়েছি। আমা‌দের ছোট ভাইদের ওপর গু‌লি চা‌লি‌য়ে‌ছি। এই ঘটনার পর আমা‌দের প‌রিবার ‌বিষয়‌টি‌কে মে‌নে নি‌তে পার‌ছে না।

নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তারা ব‌লেন, ‘নতুন যারা পুলিশের দায়িত্বে এসেছেন, আশা করব, আমাদের দাবিগুলো তারা শুনবেন। রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চাই।


আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়ে তারা বলেন, যারা পুলিশ লাইনসে আছেন, তারা নিরাপত্তাহীনতায় আছেন। এই অবস্থার অবসান চাই। পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনা, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পু‌লিশ সদস‌্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।