ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল শহরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

নড়াইল জেলা শহরে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21442 জন
নড়াইল শহরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন: নড়াইল শহরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল জেলা শহরে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সারাদিন নড়াইল পৌরসভার বাস টার্মিনাল থেকে মুচিপোল বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মিত যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগ, খুলনার এস্টেট কর্মকর্তা মো. ইয়ানুর রহমানের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নড়াইল-যশোর সড়কের শহর অংশের প্রায় ৬ কিলোমিটার সড়কের প্রশস্তকরণের (ফোরলেন) কাজ চলমান রয়েছে। অবৈধ দখলদারদের কারণে প্রশস্তকরণের কাজ বাধাগ্রস্থ হওয়ায়, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময়ে নোটিস প্রদান করা হলেও দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ খুলনার এস্টেট কর্মকর্তা ইয়ানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা কিছু লোক অবৈধ ভাবে দখল করে আসছিল, সড়ক ও জনপথ বিভাগের সেই বেদখল জায়গাগুলি দখল মুক্ত করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে। কোনো স্থাপনায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলে আইনি প্রক্রিয়া শেষে সেগুলির উচ্ছেদ করা হবে। ইতোমধ্যেই ফোর লেনের কার্যক্রমের ৫৫ ভাগ সম্পূর্ণ হয়েছে। দ্রুত বাকিটুকু সম্পন্ন করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০২ জনের নামে মামলা