ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সাংবাদিককে হত্যার হুমকি

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক মো. আজিজুল ইসলামকে (৫০) মোবাইলে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি।
  • আপলোড তারিখঃ 10-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1219664 জন
নড়াইলে সাংবাদিককে হত্যার হুমকি ছবির ক্যাপশন: নড়াইলে সাংবাদিককে হত্যার হুমকি
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক মো. আজিজুল ইসলামকে (৫০) মোবাইলে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে মো. আজিজুল ইসলামের ব্যবহৃত অফিসিয়াল নম্বরে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নড়াইল সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমীর জিডি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত সাড়ে ৩টার সময় অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর হতে মো. আজিজুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমিক দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।