ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইল সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেছেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18781 জন
নড়াইলে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় ছবির ক্যাপশন: নড়াইলে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেছেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবাগত ইউএনও রিপন বিশ্বাস বলেন, গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে, আমার চলার পথে কোনো ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি সকলের সহযোগিতায় নড়াইল সদর উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে। এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মো.আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি নন্দীতা বোস, সাংবাদিক সুলতান মাহমুদ, অশোক কুন্ডু, হুমায়ুন কবীর রিন্টু, ফরহাদ খান, ইমরান হাসান, আল আমিন, জান্নাতুল বিশ্বাসসহ নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গনমাধ্যমকর্মীরা। উল্লেখ্য, রিপন বিশ্বাস নড়াইল সদর উপজেলায় ইউএনও হিসেবে গত ১০ সেপ্টেম্বর যোগদান করেন। তিনি বিসিএস ৩৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি যশোর সদর উপজেলায় ইউএনও হিসের্বে দায়িত্ব পালন করেছেন। বাড়ি ঝিনাইদহ জেলায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।