ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে পৌর কাউন্সিলর জুয়েল গ্রেফতার

নড়াইলে মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সদর পৌরসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 22-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 45315 জন
নড়াইলে পৌর কাউন্সিলর জুয়েল গ্রেফতার ছবির ক্যাপশন: নড়াইলে পৌর কাউন্সিলর জুয়েল গ্রেফতার
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সদর পৌরসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এ জেড এম ইকবল আলম জুয়েল নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মো. শামসুল আলমের ছেলে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সসংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি ছিলেন। শুক্রবার সন্ধায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করে পুলিশ। এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর