ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামালা

নড়াইলে গত ৪ আগস্ট সরকার পতনের আগের দিন সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা
  • আপলোড তারিখঃ 24-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 171280 জন
নড়াইলে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামালা ছবির ক্যাপশন: নড়াইলে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামালা
ad728

নড়াইল জেলা প্রতিনিধি।


নড়াইলে গত ৪ আগস্ট সরকার পতনের আগের দিন সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে মামলা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। মালিবাগ এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আন্দোলকারীদের নিবৃত্ত করতে পুলিশ শর্টগান, গ্যানগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছেন। গত ৫ আগস্টের পর নড়াইল জেলায় পুলিশ বাদী হয়ে এটিই প্রথম মামলা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর