ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশি- বিদেশি অস্ত্রসহ আটক চার

নড়াইলের কালিয়ায় আগে থেকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে দুই গ্রুপ৷ এই সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয়
  • আপলোড তারিখঃ 29-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40792 জন
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশি- বিদেশি অস্ত্রসহ আটক চার ছবির ক্যাপশন: নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশি- বিদেশি অস্ত্রসহ আটক চার
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়ায় আগে থেকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে দুই গ্রুপ৷ এই সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস(৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার(৪৬)। জানা গেছে, কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চরে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর