ঢাকা | বঙ্গাব্দ

ক্লিন খাজানগর এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগর সেচ্ছাসেবী সংগঠন ক্লিন খাজানগর এর উদ্যোগে শুক্রবার (৪ অক্টোবর) সকালে খাজানগর বড়
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 37113 জন
ক্লিন খাজানগর এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ছবির ক্যাপশন: ক্লিন খাজানগর এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
ad728

এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগর সেচ্ছাসেবী সংগঠন ক্লিন খাজানগর এর উদ্যোগে শুক্রবার (৪ অক্টোবর) সকালে খাজানগর বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে খাজানগর শিশুতলা মোড়ে গিয়ে পরিষ্কার অভিযান শেষ হয় । এই সময় ক্লিন খাজানগর এর উপদেষ্টা জহুরুল হক প্রধান বলেন আমাদের খাজানগর বৃহত্তর ২য় চাউলের মোকাম। এখানে বিভিন্ন অটো মিলের দূষিত পানি জিকি ক্যানাল দিয়ে আমাদের ফসলের জমিতে গিয়ে পড়ছে। এতে দিন দিন ফসল উৎপাদন কম হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এই অটো রাইচ মিলের ছাই গিয়ে আমাদের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পড়ে। যার কারণে খাজানগরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। ক্লিন খাজানগর এর সভাপতি মনজুর রহমান শুভ বলেন আমাদের ক্লিন খাজানগরের সংগঠনের উদ্যোগে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি। রাস্তা পাশে নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে। আমরা সাধারণ মানুষদেরকে সচেতন করছি এবং বিভিন্ন দোকানে নিদিষ্ট স্থানে নোংরা আবর্জনা ফেলার জন্য রাখার পাত্র দিতেছি। সেই পাএ ময়লা আবর্জনা রেখে দেবে আমরা সপ্তাহে একদিন এসে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবো। সকলের সাহায্য সহযোগিতা পেলে আমরা আমাদের খাজানগর কে একটা ক্লিন খাজানগর হিসাবে গড়ে তুলতে সক্ষম হবো।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর