ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলো ৯ মাসের শিশুর মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে তালবাহানা

নড়াইল সদর উপজেলায় ফাতিমা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃ্ত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
  • আপলোড তারিখঃ 21-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21049 জন
নড়াইলো ৯ মাসের শিশুর মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে তালবাহানা ছবির ক্যাপশন: নড়াইলো ৯ মাসের শিশুর মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে তালবাহানা
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় ফাতিমা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃ্ত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির ময়নাতদন্ত শেষ হয়েছ। এর আগে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে। ফাতিমা নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে। সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের ওই শিশু ফাতিমাকে গত শনিবার সন্ধ্যায় মৃত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় সদর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত্যুর কারণ জানতে চাইলে তাদের কথা এলোমেলো হয়। এটি স্বাভাবিক মৃত্যু নাকি শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তা নিয়ে চিকিৎসকদের মাঝে সন্দেহ তৈরি হয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ওই শিশুর বাবা চাকরির কারণে বাড়িতে থাকেন না। পারিবারিক কলহের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া মৃত্যুর কারণ হত্যাকাণ্ড হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা এলাকাবাসীর