নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শহরের মুচিপোলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরময়র আঞ্জুমান আরা। এছাড়াও আরো বক্তব্য রাখেন নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাস, জেলা আওয়ামীলীগ নেতা শরফুল আলম লিটু, মেশকাতুল ওয়ায়েজিন লিটু, দেবাশিস কুন্ডু মিটুল, হাফিজ খান মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার তোফয়েল আহম্মেদসহ আরো অনেকে। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।