শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় লিপন হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার
নড়াইলে মেয়েদের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক যুবক গ্রেফতার
নড়াইলে পুলিশের অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত ২ জন আসামি গ্রেফতার
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ২
নড়াইলে মানব পাচার ও ভিকটিম চিহ্নিতকরণ সেবা প্রদান বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
নড়াইলে মাদরাসা ও কারিগরি শিক্ষক সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় যুবলীগ কর্মী হত্যা মামলায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন
নড়াইলে বেপরোয়া পিকআপ কেড়ে নিলো এক বৃদ্ধার জীবন

ঝিনাইদহের অমিতাভ সাহা হত্যা মামলার আসামী রাজুল গ্রেফতার

মোঃ হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহের আলোচিত অমিতাভ সাহা হত্যা মামলার আসামী রাজুলকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার মেহেরপুর জেলার ভারতীয় সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজলু সদর উপজেলার হাটগোপালপুর এলাকার মুনাব্বর হোসেনের ছেলে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে অমিতাভ সাহার অর্ধগলিত বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তিশা নন্দী বাদী হয়ে রাজলু হোসেন ওরফে রাজুকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ পরিপ্রেক্ষিতে পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের ধরতে অভিযান শুরু করে। সর্বশেষ গতকাল রাতে মেহেরপুরের ভারতীয় সীমান্ত থেকে আসামি রাজুকে গ্রেফতার করা হয়।

তবে মামলার অধিকতর তদন্তের স্বার্থে হত্যার রহস্য এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান