নড়াইল জেলা প্রতিনিধি।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল জেলা পরিষদের আয়োজনে রোববার (১৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. লুৎফর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশসহ আরো অনেকে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চলছে তিনদিন ব্যাপী মেলা। উপজেলার ১৩টি ইউনিয়ন ও নড়াইল পৌরসভার মোট ১৪টি স্টল রয়েছে। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেবা নিয়ে এ মেলা চলছে।