স্টাফ রিপোর্টার আরাফাত হোসেন
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেড়ামারা কলেজ বাজার ও রেল বাজার এবং শাপলা চত্বর এলাকার বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। (২৩-০৩-২০২৩ ইং রোজঃ বৃহস্পতিবার) ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ, ভেড়ামারা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কর্মকর্তা ও ফোর্স সহ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মো: আমিরুল ইসলাম (মান্নান), ভেড়ামারা ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: ফয়জুল ইসলাম (মিলন) ও রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং এর সময় ফলের দোকান, মিষ্টির দোকান, চাল, চিনি ইত্যাদি আড়ৎ পরিদর্শন করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে আজকের বাজার মনিটরিং সম্পন্ন করা হয়েছে।