ঝিনাইদহে বাস উল্টে এক যুবক নিহত, আহত-২০

মোঃ হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার ।।

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে আরো ২০ জন যাত্রী। নিহত ইব্রাহিম ওই বাসের হেল্পার এবং কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার সাড়ে ১২ টার দিকে কেয়াবাগান তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় পড়া শাপলা পরিবহনের বাসটি (যশোর জ-১৪-০৯৯০) যশোর থেকে যাত্রি নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌছে ৬ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দিয়েছি। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক ।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্পে পড়ে বাসটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *