নড়াইলে লোহাগড়ায় দু’র্ধষ্য ডাকাতি

নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড়ার সাবেক শিক্ষক মুন্সি বদিউজ্জামান ওরফে দুলু মুন্সির, পিতা- মুন্সি নজির উদ্দিন এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (০২ অক্টোবর) আনুমানিক শেষ রাত্রের দিকে মুখোশ পরে বাইরের লোহার গেটের তালা খুলে বা ভেঙ্গে (তালার সন্ধান পাওয়া যাইনি) ৫ জন ডাকাত সদস্যরা পাইব গান সহ দেশীয় রামদা,ছ্যানদা,ছুরি দেখিয়ে দুলু মুন্সিসহ পরিবারের সদস্যদের বেধে সাড়ে ৯ ভরি থেকে ১০ ভরি সোনা ও নগত ৫০ হাজার টাকা নিয়ে গিয়েছে।

খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে মুন্সি বদিউজ্জামান দুলু বলেন, ০৫ (পাঁচ) জন ডাকাত ছিলো তাদের গায়ে কোন পোশাক ছিলে না, প্যান্ট পরা আর মুখে মুখোশ পরা ছিলো, পাঁচ জনের একজন খাটো এবং বাকি চাঁর জন মিডিয়াম লম্বা, তারা বাইরে থেকে কার কাছে থেকে বার বার কিছু একটা সুনে এসে তাদের বেধে সব কিছু নিয়ে গিয়েছে এবং যাওয়ার আগে বলেছে গেছে আরোও দুই জনের বাড়িতে ডাকাতি করবে ডাকাতরা।

চলতি বছরের শুরুর থেকে দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন যাইগা টুকিটাকি চুরির ঘটনা ঘটেই চলেছে। ছোট ছোট চুরির ঘটনা থেকে আজ বড় ধরণরের ডাকাতি হয়ে গেলো ০২ নং ওয়ার্ড দিঘলিয়া পূর্বপাড়ায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *