নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা

নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।

নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের চিত্রা রিসোর্ট হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউএনডিপির আয়োজনে ও নড়াইল ভলান্টিয়ার্সের বাস্তবায়নে কর্মশালায় মূল আলোচক ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ সাবিনা পারভিন।

এছাড়া উপস্থিত ছিলেন-জেলা অ্যাডজুট্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিব, সামাজিক গণযোগাযোগ বিশেষজ্ঞ ফাইজুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, বণিক সমিতির সদস্য তসিকুল ইসলাম অনিক, নড়াইল ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম, মানবিক নড়াইল গ্রুপের পরিচালক হুমায়রা হক, সাংস্কৃতিক কর্মী শেখজাদী নাঈমা জব্বারী বনানীসহ অনেকে।

বক্তারা বলেন, গণপরিবহন, পাবলিক প্লেস, সাইবার বুলিংয়ের মাধ্যমে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা। কর্মশালায় জেন্ডারভিত্তিক এসব সংহিসতা বন্ধের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়।

কর্মশালায় সাংবাদিক, পরিবহন শ্রমিক, এনজিওকর্মী, সাংস্কৃতিককর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ্রহণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *