১০ লক্ষ্য টাকা চাঁদা না পেয়ে মিথ্যা তথ্য দিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি এমদাদুল হক :

গত ৬/০২/২৩ ইং তারিখ সোমবার “কুষ্টিয়ায় অন লাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে লক্ষ্য লক্ষ্য টাকা প্রতারণা“শীর্ষক সংবাদটি কুষ্টিয়ার কয়েকটি স্থানীয় পএিকায় ও অন লাইন পোর্টালে নিউজ করে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে নিয়ে জগন্যতম মিথ্যাচার করা হয়েছে। বলা হয়েছে আমি ভুয়া সাংবাদিক মুন্সি জুয়েলের কাছ থেকে এডসেন্স প্রতারনা করে হাতিয়ে নিয়েছি।আমি অন লাইন জুয়া ও প্রতারনা করে লক্ষ্য লক্ষ্য টাকা প্রতারণা করেছি।যা সম্পূর্ন ভিওিহীন,মিথ্যা, বানোয়াট।আমি তোহিদ আরেফিন,পিতা: জয়নাল আবেদিন,গ্রাম দক্ষিন কাটদহ,মিরপুর,কুষ্টিয়া।আমি একজন পেশাদার ফিলান্সার।আমি দীর্ঘদিন ধরে ফিলান্সিং কাজের সাথে জড়িত যা আমাদের এলাকার সবাই জানে।এলাকাতে আমার ও আমার পরিবারের যতেষ্ট সন্মান আছে।অথচ গত ৬/০২/২৩ ইং সোমবার আমাকে নিয়ে কুরূচিপূর্ন নিউজ করেছে।ভুয়া সাংবাদিক ধান্দাবাজ মুন্সি জুয়েল এর কাছ থেকে আমি একটি এডসেন্স ১৪ হাজার টাকা দিয়ে কিনে নেয়।যা পুরো পেইজ সেটাপ করে বায়ারদের কাছে বিক্রি করে দিয়েছি।২০/২৫ দিন পর মুন্সি জুয়েল অতি লোভে পড়ে আমার কাছ থেকে এডসেন্স ফেরত চাই। কিন্তুু এডসেন্স বায়ারদের কাছে বিক্রি করায় তা আর ফেরত দিতে পারিনী।ভুয়া সাংবাদিক জুয়েল আমার কাছে প্রথমে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে।জুয়েল বলে আমি যদি তাকে টাকা না দেয় তাহলে সে আমার নামে ভুয়া মাদক ও অন লাইন জুয়ার ভুয়া নিউজ করবে। আমি তা দিতে না চাইলে সে আমার বাড়িতে এসে আমার পরিবারকে নানাভাবে আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে যায়।সে তার ভুয়া অন লাইন পোর্টালে আমাকে নিয়ে বাজে লেখালেখি করে।আমি আমার ও আমার পরিবারের সন্মানের দিকে তাকিয়ে আমি জুয়েলকে ২ টা এডসেন্স ও একটি ইউটিউব চ্যানেল দিতে চাই।কিন্তুু সে তাতে রাজি না হয়ে সর্বশেষ ১০ লক্ষ্য টাকার দাবি করে। আমি টাকা দিতে রাজি না হওয়া সে আমাকে নিয়ে কুষ্টিয়ার কয়েকটি স্থানীয় পএিকায় বিভান্তিমূলক, হয়কারিমূলক,মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে নিউজ করে।এর এর তীব্র প্রতিবাদ জানায়।আমি বাধ্য হয়ে তার নামে ভাটারা থানায় একটি জিডি করি যার জিডি নাম্বার ৩২৫.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *