কুষ্টিয়ায় অনলাইন টিভি চ্যানেল ও অন লাইন নিউজ পোর্টাল খুলে কার্ড বাণিজ্য!

মো:এমদাদুল হক,কুষ্টিয়া প্রতিনিধি://কুষ্টিয়াতে তথাকথিত আইপিটিভি (ইউটিউব), অনলাইন নিউজ পোর্টাল,ফেজবুক পেইজ এবং প্রেস লেখা স্টিকার, আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে চিহ্নিত অপরাধীরা।এই সব ভুয়া অন লাইন নিউজ পোর্টাল ও ফেজবুক পেইজ, ও ইউটিউব চ্যানেল খুলে বাইক স্টিকার ও কার্ড বিক্রি হচ্ছে ১ থেকে ৫ হাজার টাকা।কার্ড বানির্জ্য করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।এই সব কার্ড পাচ্ছেন অশিক্ষিত, হকার,মুদি দোকানদার,মুচি,কাচা তরকারি বিক্রেতা,দোকানের কর্মচারি,অটো চালক,ভ্যান চালক,হোটেলের কর্মচারিসহ অনেকেই।এমনও আছে যারা নিজেরা নিজেদের নামও সই করতে পারে না।শুধু তাই নয় এই সব কার্ড ব্যবহার হচ্ছে মাদক বিক্রি,চাঁদাবাজি সহ নানা অপকর্মে।

এসব ভুয়া প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। কুষ্টিয়ায় সাংবাদিকতার নাম ভাঙিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য।

অনুসন্ধানে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, ওষুধ বিক্রেতা, সুদের ব্যবসায়ী, চালকরা রাতারাতি সাংবাদিক হয়ে দাবিয়ে বেড়াচ্ছে রাজধানীর অলিগলি। কোনো সংবাদ লিখতে না পারলেও গলায় ক্যামেরা ঝুলিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কথিত সাংবাদিকরা। ১ হাজার ৫০০ টাকার মধ্যে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট খুলে ইউটিউব ও ফেসবুক পেজ তৈরি করে সেটিকে টিভি চ্যানেল অথবা নিউজ পোর্টাল হিসাবে ভুয়া প্রেস কার্ড বেচাকেনা শুরু করে। এ ধরনের কার্ড নিয়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িতরাও সর্বত্র সাংবাদিক পরিচয় দিচ্ছে। এ ভুয়া কার্ডের দৌলতে তারা রাতারাতি সাংবাদিক বনে যাচ্ছে। তিন বছর ধরে যেখানে-সেখানে এ রকম কয়েকশ ভুয়া সাংবাদিক অবাধে বিচরণ করছে। তারা নানা অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। এমন নীতিহীন কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপপ্রচার বাড়ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *