ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়ায় মাদকদ্রব্যসহ মাদক কারবারি গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
  • আপলোড তারিখঃ 27-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 286454 জন
নড়াইলের লোহাগড়ায় মাদকদ্রব্যসহ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: নড়াইলের লোহাগড়ায় মাদকদ্রব্যসহ মাদক কারবারি গ্রেফতার
ad728

শুক্রবার (২৬ জুলাই) উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন— শরীয়তপুর জেলার বকাউলকান্দি এলাকার মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুষ্ঠপুর এলাকার আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে গাড়িতে থাকা ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২