ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা পর উপজেলার বউবাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী।
  • আপলোড তারিখঃ 09-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 274742 জন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ছবির ক্যাপশন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা পর উপজেলার বউবাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য নড়াইল শহরে আসেন তিনি। মিষ্টি কিনে ফেরার পথে বউবাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা। তবে তার পিছনে বসা হুমায়ুর সড়কের পাশে পড়ে আহত হন। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২