ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় এসিল্যান্ড ও সাংবাদিক আহতের ঘটনায় মামলা দায়ের

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 256578 জন
নড়াইলের কালিয়ায় এসিল্যান্ড ও সাংবাদিক আহতের ঘটনায় মামলা দায়ের ছবির ক্যাপশন: নড়াইলের কালিয়ায় এসিল্যান্ড ও সাংবাদিক আহতের ঘটনায় মামলা দায়ের
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াগাতী থানায় মামলাটি করেছেন সাংবাদিক জিহাদুল ইসলাম। মামলার বাদি ও এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে যান এশিয়ান টিভির কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ, চ্যানেল এস এর হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান ও আঞ্চলিক ফুলতলা প্রতিদিনের রাসেল বিশ্বাস ও তাপস বিশ্বাস। এসময় বল্লাহাটি ও আশেপাশের এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী ও রাজিব হাওলাদারসহ অন্তত ৪০ থেকে ৫০ জন প্রশাসন ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় আহত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনসহ সাংবাদিক জিহাদুল, ফসিয়ার, হাচিবুর ও পারভেজ। এর মধ্যে জিহাদুল ও ফসিয়ারের অবস্থা গুরতর হওয়ায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামীরা। মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছে। তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২