ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে একই দিনে মা-ছেলের মৃত্যু

সন্তানের ১ ঘন্টা আগে যেন আমার মৃত্যু হয়। মা আঙ্গুরা বেগমের
  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 191915 জন
কালীগঞ্জে একই দিনে মা-ছেলের মৃত্যু ছবির ক্যাপশন: কালীগঞ্জে একই দিনে মা-ছেলের মৃত্যু
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  সন্তানের ১ ঘন্টা আগে যেন আমার মৃত্যু হয়। মা আঙ্গুরা বেগমের  এমন আকুতি যেন সত্যি হল। ছেলে সাহেদুল ইসলাম ভিম (৬১) মায়ের মৃত্যুর ৩ ঘন্টা পরে মারা গেছেন। সোমবার (২ নভেম্বর)  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটে। একই দিনে পরিবারে দু’জন সদস্য মারা যাওয়ার ঘটনায় মাতম করছেন স্বজনেরা। এলাকার লোকজন বলেন, সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সানার উদ্দিন মন্ডলের ছেলে শাহেদুল ইসলাম(ভিম)। তিনি  দীর্ঘদিন ধরে নার্ভের টিউমার রোগে ভুগছিলেন। মা আঙ্গুরা বেগম (৮৭) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।  তিনি ছোট মেয়ে খুকুর বাড়ি ঝিনাইদহে ছিলেন। ছানার উদ্দিন মন্ডলের ৪ ছেলে ২ মেয়ে। পরিবারের লোকজন বলেন, সোমবার রাত দেড়টার দিকে আঙ্গুরা বেগম মৃত্যু বরন করলে মেয়ে খুকু মায়ের মৃত্যুর খবরটি পরিবারকে জানাই। সাহেদুল ইসলাম ভিম মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না,তার চোখদিয়ে পানি পড়তে থাকে এবং অস্থিরতা দেখা যায়। রাত ৪ টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢোলে পড়েন। একই দিন মা ও ছেলের মৃত্যুর ঘটনার বিষয়টি খুবই বেদনাদায়ক। এ  ঘটনায় পুরো গ্রামবাসী বাকরুদ্ধ। সোমবার যোহরবাদ ভাটপাড়াস্থ পারিবারিক গোরস্থানে ছেলেকে ও কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুরে স্বামীর পাশে মাকে দাফন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২