ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত!

ঝিনাইদহ সদর উপজেলার ভেন্নাতলা এলাকায় বাসের ধাক্কায় জুয়েল হোসেন (২১) নামে এক
  • আপলোড তারিখঃ 05-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 189349 জন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত! ছবির ক্যাপশন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত!
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ।।  ঝিনাইদহ সদর উপজেলার ভেন্নাতলা এলাকায় বাসের ধাক্কায় জুয়েল হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাজিম হোসেন নামে একজন। বুধবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জুয়েল সদর উপজেলার মথুরাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। আর আহত নাজিম একই উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে কলেজছাত্র জুয়েল ও তার বন্ধু নাজিম বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে এলে পেছন থেকে আসা সিডি ডিলাক্স নামে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জুয়েল ও নাজিম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জুয়েলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নাজিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া বাসটি আটক করেছে স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২