ঢাকা | বঙ্গাব্দ

জুলাই আগস্টে গনহত্যার অভিযোগে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।

জুলাই আগস্টে গনহত্যার অভিযোগে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।
  • আপলোড তারিখঃ 16-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1352685 জন
জুলাই আগস্টে গনহত্যার অভিযোগে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন। ছবির ক্যাপশন: জুলাই আগস্টে গনহত্যার অভিযোগে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।
ad728

 আল মামুন শিপন, চন্দ্রগঞ্জ।

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। ১৫ জানুয়ারী বুধবার বিকেল চন্দ্রগঞ্জ মধ্য বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে যাত্রী ছাউনির পাশে এসে  সমাবেশ করেন। 

এ সময়  ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের বিভিন্ন দূর্ণীতির বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম অন্তর, সদস্য সচিব মুশফিকুর রহমান মিন্টু, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ,জাকির হোসেন, শ্রমিক দল নেতা মোঃ রাজন, ছাত্রদল নেতা সুলতান ফারুক, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন ও যুব দল নেতা হাজী আলম পাটোয়ারী সহ ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিগত আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরাচারী শাসনে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোও ধ্বংস হয়ে যায়। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে চলে তামাশা, প্রহসন ও ভোট ডাকাতির উৎসব। সংঘটিত হয় সহিংসতা। আওয়ামী লীগের তাণ্ডবে টিকতে না পেরে প্রধান প্রধান বিরোধীদল সমূহ স্থানীয় সরকারের সর্বশেষ নির্বাচন গুলোতে অংশ নেওয়া থেকে বিরত থাকে। ফলে অধিকাংশ পদগুলো আওয়ামী নেতাদের জবর দখলে চলে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ দৈনিক ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২