ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহের ৪টি আসনে জামাতের প্রার্থীদের নাম ঘোষণা

ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
  • আপলোড তারিখঃ 10-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1321390 জন
ঝিনাইদহের ৪টি আসনে জামাতের প্রার্থীদের নাম ঘোষণা ছবির ক্যাপশন: ঝিনাইদহের ৪টি আসনে জামাতের প্রার্থীদের নাম ঘোষণা
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঝিনাইদহ জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, কেন্দ্রীয় কমিটি ঝিনাইদহ জেলার যে ৪টি আসন রয়েছে তাদের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন— ঝিনাইদহ-১ (শৈলকূপা নিয়ে গঠিত) আসনে শৈলকূপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান ঝিনাইদহ-২ (ঝিনাইদহ ২টি উপজেলা সদর-হরিনাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত) আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর। ঝিনাইদহ -৩ (ঝিনাইদহের ২টি উপজেলা কোটচাঁদপুর-মহেশপুর নিয়ে গঠিত) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক নিয়ে গঠিত) আসনে কালীগঞ্জ উপজেলার মাওলানা আবু তালেব।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরের যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ আটক ২