ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সাপেড় কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলায় সাপের কামড়ে আমেনা খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 29-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 242749 জন
নড়াইলে সাপেড় কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন: নড়াইলে সাপেড় কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলায় সাপের কামড়ে আমেনা খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের জাকির শেখের মেয়ে ও কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন। পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১টার দিকে বসত ঘরের খাটের উপর থেকে একটি সাপ আমেনাকে কামড় দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে সাপের বিষ নামানোর জন্য উপজেলার বাবুপুর গ্রামের মোকসেদ কেরানীর ছেলে নাজমুল ওঝার কাছে নিয়ে যান। এসময় তিনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পরে রাত তিনটার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার চিকিৎসা শুরু হয়। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি সাপের কামড়ে আমেনার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সংযুক্তা রায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন


নিউজটি পোস্ট করেছেনঃ admin1

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান