নড়াইল জেলা প্রতিনিধি।
সারাদেশের ন্যায় নড়াইলেও শিক্ষার্থীদের উদ্যোগে চলছে ট্রাফিক অভিযান পরিচালনা কার্যক্রম৷ শিক্ষার্থীদের সাথে মাঠে আছে BNCC, স্কাউট, ভিডিপি ও আনসার বাহিনীর সদস্যরা৷ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল থেকে শুরু করে রুপগঞ্জ পর্যন্ত চলছে তাদের কার্যক্রম৷
শিক্ষার্থীরা জানায়, আমরা আপনাদের সেবাই জনগনের সেবা করার জন্য মাঠে কাজ করছি৷ আমাদের মূল উদ্দেশ্য আমরা সবাই মিলে যেন সুন্দর একটি সমাজ গড়তে পারি এবং আমাদের সমাজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি৷ এখন রাস্তায় ট্রাফিক কন্টোলে লোক নাই৷ সেকারণে আমরা মানুষের চলাচলে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেজন্য ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছি৷ মানুষের সাথে কথা বলছি তাদের বোঝাচ্ছি যে ট্রাফিক আইন মেনে চলার জন্য, বিশেষ করে হেলমেট ব্যবহার করার জন্য৷ মানুষ যাতে সঠিকভাবে নিয়ম মেনে চলাচল করে সেটা বোঝাচ্ছি৷
BNCC, স্কাউট সদস্যরা জানায়, আমরা শিক্ষার্থীদের সাথে মাঠে আছি তাদের সাথে থেকে তাদের কাজে সহযোগী করছি তাদের কাজে অনুপ্রেরণা দিচ্ছি৷ তারা যেন শান্তিতে কোনো প্রকার ঝামেলা ছাড়া তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সেজন্য তাদের সাথে কাধে কাধ মিলিয়ে তাদের সাথে মাঠ পর্যায়ে আমরা কাজ করছি৷ তাদের সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে৷
আনসার ও ভিডিপি সদস্যরা জানান, আমাদের দ্বায়িত্ব জনগনের নিরাপত্তা সার্থে জানমালের নিরাপত্তার জন্য কাজ করা আমরা সেটাই করছি৷ আমাদের সাথে আজ যুক্ত হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে আমরা তাদের কাজে সহযোগী করছি৷
কয়েকজন সাধারণ জনগনের সাথে কথা বল্লে তারা জানান, আমরা খু্ব খুশি যে অন্যান্যরা যা পারেন নাই আমাদের ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা তা করে দেখিয়েছে৷ সারাদেশের ন্যায় আমাদের নড়াইলেও তারা বিনা পারিশ্রমিকে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে এটা দেখে আরো বেশি ভালো লাগছে৷ তারা সাধারণ মানুষের সাথে কথা বলছে তাদের বোঝাচ্ছে যেন আমরা ট্রাফিক আইন মেনে চলি৷ হেলমেট ব্যবহার করে গাড়ি চালাই এবং গাড়ির চালানোর সকল আইন মেনে চলি৷ সবাই মিলে যাতে সুন্দর একটি সমাজ করতে পারি৷