ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ আছর কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন মসজিদে নূরে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 19-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 370158 জন
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল
ad728

এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ আছর কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন মসজিদে নূরে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, কাজল মজমাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান টিপু, শহর শাখার আহ্বায়ক আব্দুর রউফ রুবেল প্রমুখ। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান