এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-
গত ১৫ বছর ধরে গুম, খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও শিশু হত্যার প্রতিবাদে শোক র করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল। এসময় শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে শোক র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের নেতৃত্বে শোক র্যালিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ পিলখানার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিচার, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের গুম খুন হত্যার বিচার ও বৈষম্য বিরোধধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচারের দাবি জানানো হয়।