নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করারা দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ( বাইসাস) নড়াইল সদরের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, মেম্বার এসোসিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি ,ইউপি সদস্য আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ইউপি সদস্য পিটু মোল্যা,ইউপি সদস্য মোস্তফা কামাল, কলোড়া ইউপি সদস্য আশিকুর রহমান, শাহাবাদ ইউপি সদস্য হুমায়ুন কবীর,ইউপি সদস্য বিপুল বিশ্বাস, ইউপি সদস্য এরশাদ , প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনে ভোট চেয়ে তারা নির্বাচিত হয়েছে। তাদের ভোটে ৮০ শতাংশ কাস্ট হয়েছে। যারা ভোট কেটে নির্বাচিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হক। বাংলাদেশের সকল ইউপি সদস্যরা জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচিত হয়েছে। তাদের দাবি মান না হলে ঢাকার রাজপথ ঘেরাও করার হবে বলে জানায় এই ইউপি সদস্যরা । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।