ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে বিনামূল্যে বীজ বিতরণ

নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
  • আপলোড তারিখঃ 19-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 156546 জন
নড়াইলে বিনামূল্যে বীজ বিতরণ ছবির ক্যাপশন: নড়াইলে বিনামূল্যে বীজ বিতরণ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজনে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমারসহ আরো অনেকে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান