ঢাকা | বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে মোটরসাইকেল আরহীদের জরিমানা, মাটি বোঝাই লরি আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক পথ নিরাপদ রাখতে,সরকারী কর আদায় নিশ্চিতে ও মোটরসাইকেল আরহীদের জানমাল নিরাপদ
  • আপলোড তারিখঃ 11-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26915 জন
হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে  মোটরসাইকেল আরহীদের জরিমানা,  মাটি বোঝাই  লরি আটক ছবির ক্যাপশন: হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে মোটরসাইকেল আরহীদের জরিমানা, মাটি বোঝাই লরি আটক
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক পথ নিরাপদ রাখতে,সরকারী কর আদায় নিশ্চিতে ও মোটরসাইকেল আরহীদের জানমাল নিরাপদ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট  বি,এম তারিক-উজ-জামান ও সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার। মঙ্গলবার বিকাল থেকে রাত অবধী উপজেলা তেতুলীয়ার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাত(৭)জন মোটরসাইকেল আরোহীকে হেলমেট,ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন  না থাকায়, সড়ক পরিবহন ২০১৮ এর ৯২ ধারায় পাঁচশত(৫০০/-) টাকা করে এবং অপর একজনকে দুইশত,(২০০/ সর্বমোট তিন হাজার সাতশত(৩৭০০/-) টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট দ্বয়। একই সময়ে উপজেলার বোয়ালীয়া গ্রামের মাঠ থেকে আবাদী জমি খনন করে মাটি অপসারন করে জমির শ্রেণী পরিবর্তন করার আপরাধে মাটি বোঝাই ট্রাকটর লরি আটক করে জব্দ করেন সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈশিতা আক্তার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা অফিসার ইনচার্জ(ওসি) এম,এ রউফ খান সহ পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।  উপজেলা ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন প্রোসেস সার্ভার মন্জু মিয়া ও সরকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত