ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ বোঝাই ট্রলির
  • আপলোড তারিখঃ 28-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 123495 জন
কালীগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত ছবির ক্যাপশন: কালীগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ad728

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রানা হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪ টার দিকে বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা হোসেন উপজেলার পিরোজপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গা বাজারে আসছিল রানা হোসেন। পথিমধ্যে বালিয়াডাঙ্গা এলাকার শামছুল খানের বাড়ির সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলিতে থাকা আখে বেঁধে রাস্তার উপর পড়ে গেলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ঝিনাইদহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ইফতার মাহফিলে যোগদান