ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধিকে কুপিয়ে জখম

নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন
  • আপলোড তারিখঃ 31-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18897 জন
নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধিকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন: নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধিকে কুপিয়ে জখম
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন৷ হামলাকারীদের ছুরিকাঘাতে তার হাত-পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বেরিয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাকে প্রথমে  নড়াইল সদর হাসপাতাল  ও  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন। এ ঘটনায় নড়াইলের সাংবাদিক সমাজ নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশে আসতেছিলাম। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমি হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধিকে কুপিয়ে জখম