ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16119 জন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ad728

 সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।  ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালের গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন সকালে মোটরসাইকেল নিয়ে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কের গোয়ালহুদা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৪ সাংবাদিককে মারধর, গুলি