ঢাকা | বঙ্গাব্দ

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরিয়ে দিন: এ্যাড. অপু

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে চলমান সংকট মোকাবেলায় সকলকে সতর্ক থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার পরামর্শ দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।
  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33164 জন
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরিয়ে দিন: এ্যাড. অপু ছবির ক্যাপশন: বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরিয়ে দিন: এ্যাড. অপু
ad728

এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে চলমান সংকট মোকাবেলায় সকলকে সতর্ক থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার পরামর্শ দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। রবিবার(১১ আগস্ট) রাত ৯ টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া ক্রীসাস ক্লাব কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক, ভোট ডাকাত, গণহত্যাকারী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায়। এছাড়াও আওয়ামী লীগের আর্শীবাদপুষ্ট পুলিশের কিছু উর্ধ্বতন কর্মকতা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়। ফলে দেশে একধরনের প্রশাসনিক সংকট তৈরি হয়। এই সুযোগে একটি কুচক্রী মহল পরাজিত শক্তির মদদপুষ্ট হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সকলেই সচেতন থাকবেন। কিছু সুবিধাবাদী মানুষ রয়েছে তাঁরা আওয়ামী লীগের সাথে থেকে নানা অপকর্ম করেছে। এখন তাঁরা বিএনপি সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটা কোন ভাবেই করতে দেওয়া হবে না। তারা আমাদের ভেতরে ঢুকে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল। এই দল সাধারণ মানুষের ভালোবাসার দল। তাই আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা সকলেই সজাগ থাকবেন। কেই যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিন। উক্ত শান্তি সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও ক্রীসাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। সমাবেশে আরও বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মাসুদ পারভেজ রাসেল, যুগ্ম সম্পাদক শাজাহান আলী, ওয়ার্ড বিএনপি নেতা যুবায়ের আল আজাদ জননী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কৃসাস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজ্জামান তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জীবন‌। এছাড়াও উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোনয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সবুজ, জনি, সোহেল, রুবেল, মেহেদী, ক্রীসাস ক্লাবের সদস্য মুন্না, নান্নু, শাকিল, অরুপ, সাদমান, অমি, আলভি, সৌরভ, ফজলু, সুজন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০২ জনের নামে মামলা