ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দ মাছ উদ রুমী সেতুতে বন্যার্তদের নামে চলছে চাঁদাবাজী

কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ উদ রুমী সেতুতে আবারো অর্থ আদায় শুরু হয়েছে। তবে টোল নয় এবার বর্ন্যার্তদের নামে এক প্রকার জোর করে অর্থ আদায় করে আত্মসাৎ করা হচ্ছে ।
  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 24871 জন
সৈয়দ মাছ উদ রুমী সেতুতে বন্যার্তদের নামে চলছে চাঁদাবাজী ছবির ক্যাপশন: সৈয়দ মাছ উদ রুমী সেতুতে বন্যার্তদের নামে চলছে চাঁদাবাজী
ad728

এমদাদুল হক,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ উদ রুমী সেতুতে আবারো অর্থ আদায় শুরু হয়েছে। তবে টোল নয় এবার বর্ন্যার্তদের নামে এক প্রকার জোর করে অর্থ আদায় করে আত্মসাৎ করা হচ্ছে । এতে বিপাকে পড়েছেন সাধারণ যানবাহনের চালকসহ যাত্রীরা। গত কয়েকদিন যাবত এখানে প্রতিটা যানবাহন কে থামতে বাধ্য করা হচ্ছে। এজন্য টোল ঘরে যানজট সৃষ্টি হচ্ছে।নষ্ট হচ্ছে সময়। লাগাতার টাকা তোলায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামের কিছু যুবক কে এসময় ঘটনাস্থলে দেখা গেছে। এই সেতু দিয়ে যাতায়াতকারী কুমারখলীর সাংবাদিক কাজী সাইফুল নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, "কুষ্টিয়ার কুমারখালী সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল প্লাজায় বন্যার্তদের ত্রাণ তহবিল সংগ্রহের নামে জোর জুলুম করে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের কাছ থেকে মারমুখী আচরণে চলছে চাঁদাবাজী।" বুধবার এই ষ্টাটাস দেয়ার পর থেকে নড়েচড়ে বসে প্রশাসন। গত জুন মাসে পর্যন্ত সৈয়দ মাছ উদ রুমী সেতুর ইজারার মেয়াদ শেষ হয়। প্রশাসনিক জটিলতার কারণে ঘাটে নতুন ইজারাদার না থাকায় স্হানীয়রা অবৈধ ভাবে টোল তুলছিল। সরকার পতনের পর ৮ আগস্ট টোল আদায় নিয়ে স্হানীয়দের মধ্যে সংঘর্ঘের পর টোল নেয়া বন্ধ হয়ে যায়। এরপর একটু সুযোগ পেলেই এখান থেকে যে কেউ টাকা তুলতে দাঁড়িয়ে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০২ জনের নামে মামলা