ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় নিখোঁজের পাঁচদিন পার হলে খোজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পরেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি।
  • আপলোড তারিখঃ 28-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 95482 জন
নড়াইলের কালিয়ায় নিখোঁজের পাঁচদিন পার হলে খোজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের ছবির ক্যাপশন: নড়াইলের কালিয়ায় নিখোঁজের পাঁচদিন পার হলে খোজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পরেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজের পারিবারিক ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সাধারণ ডায়েরি করে। এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন সাধারণ ডারয়ীর বিষয় টা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়াইলে স্কুলছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে