ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 02-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20464 জন
নড়াইলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নড়াইলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী জেলা আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চুরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক আমীর মাওলানা মীর্জা আশেক এলাহী, জেলা সেক্রেটারি মাওলনা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত উল হক হিমু, আব্দুস সামাদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। কেউ যেন জামায়াতে ইসলামের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান