ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার হুমায়ূন কবিরের উপর হামলার অভিযোগ উঠেছে।
  • আপলোড তারিখঃ 11-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19981 জন
নড়াইলে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন: নড়াইলে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে বীর মুক্তিযোদ্ধার হুমায়ূন কবিরের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘঠনাটি ঘটেছে, নড়াইল কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের  খড়লিয়া গ্রামে। আহত  বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে, (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে  তার নিজ বাড়িতে এ হামলা চালায় একই গ্রামের   শেরিন মোল্যা, তার ভাই জেরিন মোল্যা সহ ৫ /৬ জন একত্রিত হয়ে তাকে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারপিট  করেন। তার স্ত্রী  রোজিনা বেগম ঠেকাতে এলে তাকে ও মারপিট করে। এসময় তার জোর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে  যায় হামলাকারীরা।  আহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর বলেন, "তোদের দিন শেষ " বলে হামলা চালায় হামলাকারীরা। অনাধিকার আমার বসত বাড়ি প্রবেশ করে আমাকে মারপিট  করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।  বীর মুক্তিযোদ্ধার স্ত্রী  রোজিনা বেগম বলেন,  হামলা ঠেকাতে গিয়ে আমার হাতে ও বাড়ি দেওয়া আমরা এক অসাহয় মানুষ।এক ছেলে সে প্রতিবন্ধী। আমি  এ ঘঠনার বিচার দাবি করি।  এবিষয়ে জানতে অভিযুক্ত শেরিন মোল্যার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

বকশীগঞ্জে জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ।