ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়ায় নারীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিখা রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার পৌরসভা এলাকার কুন্দশী এলাকায় এ আত্নহত্যার ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 02-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 122240 জন
নড়াইলের লোহাগড়ায় নারীর আত্মহত্যা ছবির ক্যাপশন: নড়াইলের লোহাগড়ায় নারীর আত্মহত্যা
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলায় শিখা রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার পৌরসভা এলাকার কুন্দশী এলাকায় এ আত্নহত্যার ঘটনা ঘটে। শিখা রাণী বিশ্বাস লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকার বিজুস বিশ্বাস এর স্ত্রী। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারিক সূত্রে জানা গেছে, শিখা রানী বিশ্বাস নামে ওই নারী শারিরীক ও মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে রোববার ভোর সাড়ে ৫ টার দিকে তার নিজ বাডিতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্নহত্যার চেষ্টা চালান। এরপর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহ সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কের বিরুদ্ধে টেন্ডার অনিয়মের মামলা