ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ

নড়াইলের কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাম হাত বিচ্ছিন্নসহ হত্যাচেষ্টার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
  • আপলোড তারিখঃ 05-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21394 জন
নড়াইলের কালিয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছবির ক্যাপশন: নড়াইলের কালিয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাম হাত বিচ্ছিন্নসহ হত্যাচেষ্টার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে এক মহিলাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বাবরা-হাচলা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমানের দ্বন্দ্ব চলে আসছে। এ বিষয়ে আতাউর বলেন, গত রবিবার সন্ধ্যায় চেয়ারম্যান পিকুলের লোকজন কুপিয়ে আমার বাম হাত প্রায় বিচ্ছিন্ন করে ফেলে এবং হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আসামি তহিদ ও লেকবারকে পুলিশে ধরিয়ে দিতে তথ্য দেওয়ায় গতকাল নুরু মুন্সীর স্ত্রী জাহিদা বেগমকে তার বাড়িতে গিয়ে পিকুলের লোকজন মারধর করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হোসেন পিকুলকে মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, আতাউরকে জখমের ঘটনায় থানায় মামলায় মামলা হয়েছে। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে। এই এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স
notebook

নড়াইলের লোহাগড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০২ জনের নামে মামলা