ঢাকা | বঙ্গাব্দ

ইয়াবা,গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ মে (রবিবার) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
  • আপলোড তারিখঃ 07-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 84235 জন
ইয়াবা,গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে ছবির ক্যাপশন: ইয়াবা,গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে
ad728

লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ মে (রবিবার) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সাইম হোসেন (১৮)। তিনি চরপাতা ইউনিয়নের গাছি বাড়ির আব্বাস হোসেনের পুত্র।
অভিযান পরিচালনা করেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

পুলিশ জানায়, সাইম হোসেনের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ দৈনিক ভোরের সকাল

কমেন্ট বক্স